শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে তীব্র গণঅভ্যুত্থানের মুখে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। সোমবার এ নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন। ৫০ বছরেরও বেশি সময় আগে জন্ম নেওয়া দক্ষিণ এশিয়ার দেশটিতে কিছু ভয়াবহ সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে।
আল জাজিরা বাংলাদেশি গণমাধ্যমের বরাতে জানিয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। এর কিছুক্ষণ পর সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেখ হাসিনার একজন ব্যক্তিগত সহযোগী আল জাজিরাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেনাবাহিনীর হেলিকপ্টারে দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়ে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিজস্ব সূত্রের বরাতে বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন। হাজার হাজার বিক্ষোভকারী সামরিক কারফিউ অমান্য করে তার ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়েছেন এবং তার সরকারি বাসভবনে হামলা করেছে।
এমএমএইচ/রেডিওটুডে