বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

Radio Today News

ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাডুবি, নিখোঁজ ২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৫ সেপ্টেম্বর ২০২৪

Google News
ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাডুবি, নিখোঁজ ২১

ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ জন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। খবর আলজাজিরার।

বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, লাম্পেদুসার দক্ষিণ-পশ্চিম থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে একটি অর্ধ ডুবন্দ নৌকা থেকে বেঁচে যাওয়া মানুষজনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার নাগরিক।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর প্রধান চিয়ারা কার্ডোলেটি এক্স-এ লিখেছেন, জীবিতরা সংকটজনক অবস্থায় ছিলেন। তারা সমুদ্রে আত্মীয় স্বজনদের হারিয়েছেন।

জীবিত ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন, তারা গত রোববার লিবিয়া থেকে রওনা হন। নৌকায় মোট ২৮ জন মানুষ ছিলেন। আবহাওয়া উত্তাল হওয়ায় তাদের মধ্যে তিন শিশুসহ ২১ জন সাগরে পড়ে যান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের