ন্যাটো সদস্য রোমানিয়ার কাছে কৃষ্ণসাগরে রাশিয়া একটি বেসামরিক শস্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এই অভিযোগের বিষয়ে রাশিয়া থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। খবর রয়টার্স।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাহাজটি ইউক্রেনীয় শস্য নিয়ে মিশরে যাচ্ছিল, রাতে ইউক্রেনের জলসীমা অতিক্রম করার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জাহাজটির নাম ‘আয়া’ বলে শনাক্ত করেছে ইউক্রেইনের নৌবাহিনী। জাহাজ ট্র্যাকিং তথ্য থেকে দেখা গেছে, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল রোমানিয়ার কনসতান্তা বন্দরের থেকে কিছুটা দূরে।
রেডিওটুডে নিউজ/আনাম