শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন, প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৮ মে ২০২৫

Google News
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন, প্রজ্ঞাপন জারি

দেশে আন্তর্জাতিক অপরাধ বিচার কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে। বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন ট্রাইব্যুনালটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ, অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজনীয়তা এবং কাজের চাপ বিবেচনায় এই নতুন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

নতুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের সমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

একইসঙ্গে বর্তমানে কার্যরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—যেটি বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী নিয়ে গঠিত—তাকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের