জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৬, ১৬ নভেম্বর ২০২৫

Google News
জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই

দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি।

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি 'সাকুরাজিমা' দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এটি ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের