হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২৮ নভেম্বর ২০২৫

Google News
হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। বুধবার দুপুরে তারা হামলার শিকার হন। পরে বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত এক সদস্যের মৃত্যুর বিষয়টি জানান।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, নিহত ওই সদস্যের নাম সারাহ বেকস্ট্রম (২০)। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহত সদস্য অ্যান্ড্রু উলফের (২৪) অবস্থা আশঙ্কাজনক।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প সারাহ বেকস্ট্রমের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সারাহ ছিলেন অত্যন্ত সম্মানিত ও অসাধারণ মানুষ।’ 

গত বুধবার হোয়াইট হাউসের কাছে ফারাগুট স্কয়ারে স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে খুব কাছ থেকে ওই দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়। হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম রহমানুল্লাহ লাকানওয়াল (২৯)। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের