চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মাত্র ১০০ গজ দুরত্বে ছুরিকাঘাতে ইসমাইল নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রাম জেলা পরিষদের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত ইসমাইল ফিরিঙ্গিবাজার এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর বলে জানা গেছে।
তিনি লালদীঘি এলাকায় ফুটপাথে চা বিক্রি করতেন।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ইসমাইল লালদীঘি এলাকায় ফুটপাথে চা বিক্রি করতেন। মৃতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

