ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন আইবিএর ভর্তি পরীক্ষা চলছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ হাজারের বেশি শিক্ষার্থী।
এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন এবং ৬ ডিসেম্বর ব্যবসা-শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

