১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ২৭ নভেম্বর ২০২৫

Google News
১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে উদ্ধার করা হয়েছে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।

বিজিবি জানায়, গতকাল বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারিরবিল এলাকায় অবস্থান নেয়। রাত ১২টা ৩০ মিনিটে মায়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ জানায়।

এ সময় চোরাকারবারিরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে আবার মায়ানমারের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগগুলো তল্লাশি করে খাকি টেপ মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ প্যাকেটে রাখা মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের ধরতে রাতভর চিরুনি অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে সর্বোচ্চ কঠোরতা অব্যাহত রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের