পাবনা-৪ আসনের ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের গাড়ি বহরে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলসহ কমপক্ষে শতাধীক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ঈশ্বরদীর চড় গড়গড়ি এলাকায় দুইদিন আগে স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজন। সেই ঘটনার পর আজ বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় প্রচারণা চালাতে যান পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। তারা চর গড়গড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলায় আবু তালেব মন্ডলের গাড়ি সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা অভিযোগ করে জামায়াতের পক্ষ থেকে এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। অপরদিকে বিএনপি নেতাকর্মীরা জানান, জামায়াতে নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপরে হামলা চালায়। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, সংঘর্ষের ঘটনার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রকৃত ঘটনা অনুসন্ধান করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

