আকাশপথে লিথিয়াম ব্যাটারি পরিবহনে বড় সাফল্য চীনের

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আকাশপথে লিথিয়াম ব্যাটারি পরিবহনে বড় সাফল্য চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪২, ২৭ নভেম্বর ২০২৫

Google News
আকাশপথে লিথিয়াম ব্যাটারি পরিবহনে বড় সাফল্য চীনের

ঝুঁকিপূর্ণ জ্বালানিপণ্য আকাশপথে পরিবহনে যে বাধা রয়েছে তা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীন। নতুন প্রযুক্তি ব্যবহার করে আকাশপথে লিথিয়াম ব্যাটারি পরিবহনে অগ্রগতি অর্জন করেছে দেশটি। মঙ্গলবার হুবেই প্রদেশের ইচৌ হুয়াহু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসএফ এক্সপ্রেসের একটি কার্গো ফ্লাইট উড্ডয়ন করে, যেখানে নতুন সক্রিয় নিরাপত্তা ব্যবস্থায়ব্যাটারি বহন করা হয়।

২০২৪ সালে চীনের লিথিয়াম ব্যাটারি শিল্পের উৎপাদন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়ায়। ওই বছর ব্যাটারির আকাশপথ পরিবহনও ২১ শতাংশ বেড়ে ৬ লাখ ৪৫ হাজার টনে পৌঁছায়। 

আগুন লাগা ও বিস্ফোরণের ঝুঁকির কারণে ব্যাটারিকে উচ্চ ঝুঁকিপূর্ণ পণ্য হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, যা পরিবহনে বাধা সৃষ্টি করে।

এই সমস্যার সমাধানে চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে একটি গবেষণা প্রকল্প নেওয়া হয়, যার নেতৃত্ব দেয় ছোংছিং চিয়াওথং বিশ্ববিদ্যালয়; সঙ্গে ছিল সিএটিএল ও চীনের বেসামরিক বিমান গবেষণা একাডেমি।

নতুন সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাপমাত্রা, গ্যাস নির্গমনসহ ১২টি সূচক মিলিসেকেন্ডের ব্যবধানে পর্যবেক্ষণ করা হয়। ঝুঁকি শনাক্ত হলে তাৎক্ষণিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বিস্ফোরণ রোধ করে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের