চার দিনের ভিয়েতনাম সফর শেষ করে মঙ্গলবার কাম রান বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর ৯৮৯ টাস্ক গ্রুপ ।
চীনের ভিয়েতনামস্থ দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তা, ভিয়েতনামে বসবাসরত চীনা নাগরিকদের প্রতিনিধি এবং ভিয়েতনাম নৌবাহিনীর কর্মকর্তা–সেনাসদস্যরা টাস্ক গ্রুপটিকে বিদায় জানান।
টাস্ক গ্রুপটি গত শুক্রবার ভিয়েতনামে পৌঁছায়। সফরকালে চীনা নৌসেনারা ভিয়েতনাম পিপলস নেভির রিজিয়ন–৪ কমান্ড এবং ভিয়েতনাম নৌ একাডেমি পরিদর্শন করেন। দুই দেশের নৌ সদস্যদের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়।
এছাড়া টাস্ক গ্রুপটি ‘ওপেন শিপ ডে’ আয়োজন করে, যেখানে স্থানীয় চীনা নাগরিক ও ভিয়েতনামি নৌ সদস্যদের জাহাজ পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।
এ বছর চীন–ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি। এই সফর দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া এবং দুই বাহিনীর বাস্তব সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

