‘সিরিয়াস ও রিয়েল নেগোসিয়েশনের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরান

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

Radio Today News

‘সিরিয়াস ও রিয়েল নেগোসিয়েশনের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৬, ১২ জানুয়ারি ২০২৬

Google News
‘সিরিয়াস ও রিয়েল নেগোসিয়েশনের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরান

ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার’ জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

বিদেশি রাষ্ট্রদূতদের এক গ্রুপে বক্তৃতা করার সময় তিনি বলেছেন, “আমরা নেগোশিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে।”

কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান আলোচনার জন্য অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হয়তো তাদের সাথে দেখা করবেন।

এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মি. আরাকচি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আব্বাস আরাঘচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের মধ্যে ‘যোগাযোগের চ্যানেল খোলা’ রয়েছে।

তিনি আরো বলেন, “প্রয়োজন হলে তথ্যও আদান প্রদান করা হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আগাম হামলা” ইরানের এজেন্ডা নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের