শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

আফগানিস্তানের সুরক্ষা ও নিরাপত্তায় কাজ করবে তুরস্ক: এরদোয়ান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩০, ২২ জুলাই ২০২১

Google News
আফগানিস্তানের সুরক্ষা ও নিরাপত্তায় কাজ করবে তুরস্ক: এরদোয়ান

সাইপ্রাসের নিকোশিয়ায় হালা সুলতান মসজিদে ঈদের জামাতের পর ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানদের বিরোধিতা সত্ত্বেও দেশটির কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে  তুরস্ক। 

আঙ্কারা বিমান বন্দরটি সুরক্ষা করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাচ্ছে আলোচকেরা যাকে স্থিতিশীলতা রক্ষা এবং আফগানিস্তানে আন্তর্জাতিক উপস্থিতির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ বলে ভাবছেন।

তালেবানরা বিদেশী সেনা প্রত্যাহারের পর তুরস্কের সামরিক বাহিনী সেখানে থেকে গেলে তার মারাত্মক পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি করে দিয়েছে; তবে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান দৃশ্যত এ ধরণের হুমকিকে খাটো করে দেখছেন এবং আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, পররাষ্ট্র দপ্তর বা তাঁর নিজের উদ্যোগে তুরস্ক তালিবানদের সঙ্গে কি ধরণের বা কোথায় আলোচনায় বসতে পারে তা খতিয়ে দেখছে।

আঙ্কারা আফগানিস্তানের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্কের কারণে এবং তালেবানদের বিরোধিতা প্রশমনে ন্যাটো জোটে একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ হিসাবে ভূমিকা রাখার প্রয়াস নিচ্ছে।

আফগানিস্তানে ৫০০ সদস্যের তুরস্ক বাহিনী তালেবানদের সঙ্গে কোনো ধরণের সামরিক সংঘাতও এড়িয়ে চলেছে।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের