শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ইউরোপে আশ্রয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Google News
ইউরোপে আশ্রয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশির আবেদন

ফাইল ছবি

‘ইইউ প্লাস’ (ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, আইসল্যান্ড, লিশটেনস্টাইন) দেশগুলোতে ২০২১ সালে বিভিন্ন দেশের অভিবাসী, শরণার্থীদের মোট ছয় লাখ ১৭ হাজার ৮০০টি আশ্রয় আবেদন জমা পড়েছে। যা গত বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) আশ্রয় আবেদনের প্রবণতাসংক্রান্ত বার্ষিক হালনাগাদ প্রতিবেদনের বরাতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এসব তথ্য জানিয়েছে।

এই তালিকায় রয়েছে প্রায় ২০ হাজার বাংলাদেশি। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৭৭ শতাংশ বেশি। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কতসংখ্যক আবেদন জমা পড়ছে, তা নিয়ে ২০১৪ সাল থেকে প্রতিবছর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে আসছে ইইউএএ। সেখান থেকে গত বছর সবোর্চ্চ সংখ্যক বাংলাদেশি আবেদন করেছেন। এসব আবেদনের বেশিরভাগই ২০২১ সালের শেষে করা হয়েছে। প্রতি ১০টির মধ্যে ৯টিই ছিল প্রথমবারের মতো আবেদন। প্রথমবার আবেদন প্রত্যাখ্যাত হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা পুর্নবিবেচনার আবেদন করতে পারেন আশ্রয়প্রার্থীরা।

তালিকায় প্রথম পাঁচে রয়েছে সিরিয়া, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান ও তুরস্ক। বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আবেদনকারীদের মধ্যে রেকর্ডসংখ্যক ‘অপ্রাপ্তবয়স্ক’ বাংলাদেশিও আছে।

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের