শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

ট্রান্সকম গ্রুপের পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

Google News
ট্রান্সকম গ্রুপের পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত

শিল্পপ্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ গ্রেপ্তার পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১৫ মিনিটে তাদের আদালতে নিয়ে এসে তোলা হয় আদালতে। পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত আবেদন নামঞ্জুর করে সবাইকে জামিন দিয়েছেন।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) বিচারক আফনান সুমি দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন দেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা হলেন—প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

পিবিআই জানায়, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের এক মেয়ে শাযরেহ হক বাদী হয়ে বৃহস্পতিবার গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপটির পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে শাযরেহ হক এই মামলা করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের