মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫,

১৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

ট্রাইব্যুনালে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চিকিৎসক-সাংবাদিকদের সাক্ষ্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৩, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৫, ১ সেপ্টেম্বর ২০২৫

Google News
ট্রাইব্যুনালে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চিকিৎসক-সাংবাদিকদের সাক্ষ্য

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে একজন চিকিৎসক ও দুইজন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

সাক্ষী দিয়েছেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় একটি পত্রিকার চিফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটন ও একই পত্রিকার ফটো সাংবাদিক মো. মোহিদ হোসেন।

এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের উপস্থিতিতে বেলা পৌনে ১২টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

দুপুরের পরে রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও তিনজন চিকিৎসক সাক্ষ্য দেবেন। এই মামলায় গত ৯ দিনে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের