চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকায় একটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিরোধ করায় হামলা করে ডাকাতরা। তাদের হামলায় নিহত দুই নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত দুই ব্যক্তির নাম- মো. খালেদ প্রমাণিক ও মো. সাইফুল্লাহ। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং ইয়ার্ডে নাইট গার্ডের চাকরি করতেন।
কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রোববার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য। রাতে একটি ডাকাত দল ওই জাহাজে হামলা করে। এসময় সাগরে দায়িত্বরত দুই গার্ড প্রতিরোধে এগিয়ে আসলে ডাকাতরা হামলা করে তাদের ওপর।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় দায়িত্বরত দুই গার্ড নিহত হয়েছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

