শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নবনির্বাচিত ইউপি সদস্য নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০০, ১১ জানুয়ারি ২০২২

আপডেট: ০৯:০১, ১১ জানুয়ারি ২০২২

Google News
যশোরে দুর্বৃত্তদের গুলিতে নবনির্বাচিত ইউপি সদস্য নিহত

প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় উত্তম সরকার (৪০) নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম উপজেলার হরিশপুর গ্রামের অশান্ত সরকারের ছেলে। উত্তম সরকার গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উত্তমের কাকা স্বপন কুমার সরকার জানান, সোমবার রাতে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামের নিজের বাড়িতে ফিরছিলেন উত্তম। এসময় পেছনে অপর একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তাকে অনুসরণ করছিল। রাত সোয়া আটটার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মোটরসাইকেলটি তার গতিরোধ করেন। এরপর তারা সামনে থেকে তার বুকের বামপাশে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে উত্তম সরকার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের