পেয়ারা না লেবু-কোনটি বেশি উপকারী?

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

Radio Today News

পেয়ারা না লেবু-কোনটি বেশি উপকারী?

প্রকাশিত: ২১:৩৭, ১২ নভেম্বর ২০২৫

Google News
পেয়ারা না লেবু-কোনটি বেশি উপকারী?

পেয়ারা এবং লেবুই দুটিই স্বাস্থ্যের জন্য উপকারী। এই দুই ফলেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। 

ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে কোষ রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও ভিটামিন সি’য়ের তুলনা নেই। এ কারণে ভিটামিন সি গ্রহণ জরুরি। অনেকের ধারণা, লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন থাকে। আসলেই কি তাই?

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদন অনুযাযী, পেয়ারায় কমলার তুলনায় তিনগুণ বেশি ভিটামিন সি থাকে। আর লেবুর চেয়ে চার গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লেবুতে প্রায় ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। অন্যদিকে একই পরিমাণে পেয়ারায় ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। 

পেয়ারার উপকারিতা 

পেয়ারায় থাকা অ্রান্টিঅক্সিডেন্ট, ফাইবার , ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

লেবুর উপকারিতা

লেবু হজমে সাহায্য করে। সেই সঙ্গে শরীর ডিটক্স করে। নিয়মিত লেবু খেলে ত্বক পরিষ্কার থাকে। 

পেয়ারা না লেবু ?

পেয়ারা ও লেবু দুটি ফলেরই আলাদা উপকারিতা রয়েছে। ভিটামিন সি’য়ের উৎস হিসেবে পেয়ারা বেশি উপকারী। তবে নিয়মিত দুটি ফল খেলেই শরীর ভালো থাকবে। 

যেভাবে খাবেন 

পেয়ারা কাঁচা খাওয়া যায় আবার জুস করেও খেতে পারেন। লেবু পানি, সালাদ বা শরবত করে খাওয়া যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের