শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

আসছে হাবের হজ প্যাকেজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৩, ১২ মে ২০২২

Google News
আসছে হাবের হজ প্যাকেজ

বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন, তাদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনের সাঙ্গু ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

এর আগে বুধবার সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য প্যাকেজ ঘোষণা করে সরকার। এবার প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা, প্যাকেজ-২-এ এই খরচ চার লাখ ৬২ হাজার ২১৫ টাকা। দুই প্যাকেজেই গত বছরের তুলনায় হজযাত্রীদের খরচ বাড়ছে ১ লাখ টাকার বেশি।

বুধবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল ইসলাম এই হজ প্যাকেজ ঘোষণা করেন। এসময় উপস্থিত হাব নেতারা বৃহস্পতিবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার কথা বলেন।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে গত দুবছর বিশ্বের কোনো দেশ থেকে হজযাত্রীদের হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। এ বছর সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফের হজ পালনের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের