শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ১০ বাংলাদেশি 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ৩০ জুলাই ২০২১

আপডেট: ২৩:৪০, ৩০ জুলাই ২০২১

Google News
ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ১০ বাংলাদেশি 

ছবি: সংগৃহীত

অবৈধ পথে ভারত গিয়ে ৩ বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি। বৃহস্পতিবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

তারা ভারতে দেড় থেকে ৩ বছর সাজাভোগ করেছেন বলে ভুক্তভোগীরা জানায়। 

ফেরত আসাদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। ফেরত আসারা হলো- রোকসানা খাতুন (১৮), মাহমুদা খাতুন (২০) আয়শা খাতুন (২১), গোলাপ মিয়া (৩৫), সাকিব হোসেন (২৭) রাসেল মিয়া (৩০),নাঈম হোসেন (৩০), খোকন মিয়া (২৮), সাগর হোসেন (৩২), সাজু মিয়া (৩২)। এদের বাডী় খুলনা, নড়াইল ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকায়।

রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করেছে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য।

রাইটস যশোরের এনজিও সংস্থার ফিল্ড অফিসার তৌফিক হোসেন জানান, ভালো কাজের আশায় ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বেঙ্গালুর যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অনুপ্রবেশে অভিযোগে আদালত তাদের ৩ বছরের জেল দেন।

সাজার মেয়াদ শেষে এনজিও সংস্থারা তাদের গ্রহণ করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্থক্ষেপে আজ তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভালো কাজের আশায় এসব নারী-পুরুষরা অবৈধপথে ভারতের ব্যাংগালুরে যায়। পরে সেখানকার পুলিশের হাতে আটক হয় তারা।

এরপর আদালত তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠায়। পরে সাজার মেয়াদ শেষে ভারতের বেঙ্গালুরে তালাশ নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানেও দেড় বছর থাকার পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে তারা ।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের