শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

আগামীকাল ১৯টি হলে মুক্তি পাচ্ছে `বিউটি সার্কাস`

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২২

Google News
আগামীকাল ১৯টি হলে মুক্তি পাচ্ছে `বিউটি সার্কাস`

`বিউটি সার্কাস` সিনেমার পোস্টার

গ্রাম-বাংলার মানুষের বিনোদনের একসময় একটি উল্লেখযোগ্য অংশ ছিল সার্কাস। কালের বিবর্তনে তা জৌলুস হারিয়ে আজ সোনালী অতীতে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী সেই সার্কাস পার্টি নিয়ে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’ সিনেমাটি। আগামীকাল ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) ১৯ টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি।

পরিবেশক একশন কাট থেকে জানা যায়, আগামীকাল থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স- এস.কে.এস টাওয়ার, মহাখালী, স্টার সিনেপ্লেক্স - বিজয় স্মরণী, স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার, মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস -যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস - কদমতলী (কেরানীগঞ্জ), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স - সিলেট, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম, মম ইন, বগুড়া, পূরবী, ময়মনসিংহ, বিজিবি, সিলেট, তাজ সিনেমা, নওগাঁ, সংগীত সিনেমা, খুলনা, মর্ডান সিনেমা, দিনাজপুর, পান্না সিনেমা, মুক্তারপুর, রাজ সিনেমা, কুলিয়ারচর, মাধবী সিনেমা,  মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স, গুরু দাসপুর, রাজিয়া সিনেমা, নাগরপুরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বসুন্ধরা ‘বিউটি সার্কাস’ আগামী ২৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। 
দারাজ চলচ্চিত্রটির পাওয়ার্ড বাই স্পন্সর। 
মিস্টার হোয়াইট ডিটারজেন্ট কো পাওয়ার্ড বাই স্পন্সর।

বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে মাহমুদ দিদারের। তিনি বলেন, “ভরপুর বিনোদন এবং প্রতিশোধের গল্প এটি।সার্কাসকে কেন্দ্র করে সাহসী এক নারীর লড়াই। চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি ছবি। পর্দা থেকে
এক মুহূর্তও চোখ ফেরাতে পারবেন না দর্শক।”

ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের