শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আনতে বিমানের বিশেষ ফ্লাইট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৯, ৩১ আগস্ট ২০২১

আপডেট: ০৩:৪২, ৩১ আগস্ট ২০২১

Google News
ক্যাপ্টেন নওশাদের মরদেহ আনতে বিমানের বিশেষ ফ্লাইট

ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ আনতে ভারতের নাগপুরে যাবে বিমানের একটি বিশেষ ফ্লাইট।

সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সেই ফ্লাইটির তথ্য সম্পর্কিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

জানা গেছে তাঁর মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে সম্মাননা জানাবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন। 

বর্তমানে নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্চুয়ারিতে রয়েছে এই অভিজ্ঞ বৈমানিকের লাশ নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্চুয়ারিতে রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। তাই তাঁর লাশ আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। 

ক্যাপ্টেন নওশাদের ডেথ সার্টিফিকেটের কপি ঢাকায় আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চায় বিমান।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের