শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে  থাকছে না কোনো নিষেধাজ্ঞা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২১, ১ জুন ২০২৩

Google News
ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে  থাকছে না কোনো নিষেধাজ্ঞা

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে  থাকছে না কোনো নিষেধাজ্ঞা

এবারও ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচলসহ যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষ হবার পর তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল নিয়ে অনেকেই যায়, তারা লঞ্চে মোটরসাইকেল পারাপার করে। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় এডজাস্ট করার জন্য, মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও আমরা বলেছি।’

নৌপথে ভাড়া আগের মতোই থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাড়ার ব্যাপারে কোন উঠানামা নেই।’

এসময় নৌপথের ভোগান্তি কমিয়ে আনতে আসন্ন ঈদুল আজহার তিন দিন আগে থেকে ও তিনদিন পর পর্যন্ত এই নদীতে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও নৌ প্রতিমন্ত্রী জানান।

এছাড়াও একই সময় পর্যন্ত পচনশীল পণ্য এবং কোরবানির পশু ছাড়া অন্য কোনো ধরণের মালামাল নৌপথে পরিবহন করা যাবে না।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের