
জুনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়`
চলতি জুন মাসের মাঝামাঝি সময়ের দিকে দেশের উপকূলীয় অঞ্চল গুলোতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এই তথ্যটি গতকাল বুধবার আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন।
তবে আবহাওয়া অধিদপ্তরের কাছে ঘূর্ণিঝড়ের নিয়ে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।
মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, 'জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে। ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, বঙ্গোপসাগরে ৬ থেকে ৮ জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোনো স্থানে ৯ থেকে ১০ জুনের মধ্যে আঘাত হানতে পারে।'
আমেরিকান গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের বরাত দিয়ে মোস্তাফা কামাল পলাশ আরও জানান, 'বঙ্গোপসাগরে ১১ থেকে ১২ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সৃষ্টি হয়ে ১৩ থেকে ১৪ জুনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।'
এস আর