শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাজেট ২০২৩-২৪: স্বাস্থ্য খাতে ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৬, ১ জুন ২০২৩

Google News
বাজেট ২০২৩-২৪: স্বাস্থ্য খাতে ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব

আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতের জন্য। এই হিসাবে মোট বাজেটের মাতহ্র দশমিক ৫ শতাংশ বরাদ্দ হয়েছে স্বাস্থ্য খাতে।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা, যা ছিল মোট বাজেটের দশমিক ৫ শতাংশের।

এই হিসাবে, দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবার ঘোষিত হলেও স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাড়েনি। টাকার অঙ্কে আকার বাড়লেও মোট বাজেটের শতাংশ বিচারে তা আগের পর্যায়েই রয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ সালের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৫ দশমিক ২ শতাংশ।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের