বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

প্রাথমিকে চলবে স্কুল ফিডিং কার্যক্রম জানালেন অর্থমন্ত্রী 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২২, ১ জুন ২০২৩

Google News
প্রাথমিকে চলবে স্কুল ফিডিং কার্যক্রম জানালেন অর্থমন্ত্রী 

প্রাথমিকে চলবে স্কুল ফিডিং কার্যক্রম জানালেন অর্থমন্ত্রী 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কার্যক্রম’ চলবে। এই কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সম্পর্কিত বক্তৃতায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, 'প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা চলমান কার্যক্রম, বিশেষ করে-অবকাঠামো উন্নয়ন, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার, উপবৃত্তি, পাঠ্যপুস্তকসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ ডিজিটালাইজেশন, স্কুল ফিডিং ইত্যাদি কার্যক্রম অব্যাহত রাখব।'

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে এটি বরাদ্দের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। যেটা কিনা গত বাজেটের চেয়ে ২ হাজার ৯৬১ কোটি টাকা বেশি।

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টিঘাটতি পূরণসহ বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি অথবা ঝরে পড়া রোধেই গত ২০১০ সালে চালু হয় স্কুল ফিডিং প্রকল্প। যা শেষ হয় ২০২২ সালের জুন মাসে। ওই প্রকল্পটি দেশের ১০৪টি উপজেলায় চালু ছিল।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের