শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

খাদ্য-চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমার গেল নৌবাহিনীর জাহাজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৯, ৩ জুন ২০২৩

Google News
খাদ্য-চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমার গেল নৌবাহিনীর জাহাজ

ঘূর্ণিঝড় ‘মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’। 

শনিবার সকালে চট্টগ্রামের নৌঘাঁটি থেকে ১০৮ মেট্রিক টন পরিমাণ ৭ হাজার ৫০০ প্যাকেট শুকনা খাদ্য, সাড়ে চার মেট্রিক টন ঔষধ সামগ্রী এবং সাড়ে সাত মেট্রিক টন পরিমাণ ১৬০টি তাঁবু নিয়ে জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। 

জাহাজটি আগামীকাল মিয়ানমারের ইয়াংগুন বন্দরে পৌছানোর কথা রয়েছে। KSRM
দেশটিতে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মিজানুর রহমান মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করবেন। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে মিয়ানমারে। এছাড়া বহু সংখ্যক আহত এবং দেশজুড়ে ৮৬০টির বেশি বাড়িঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের