বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪,

২৬ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪,

২৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কুমিল্লার সাম্প্রদায়িক সহিংসতা: বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৭, ২৩ অক্টোবর ২০২১

আপডেট: ২২:৫৭, ২৩ অক্টোবর ২০২১

Google News
কুমিল্লার সাম্প্রদায়িক সহিংসতা: বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

কুমিল্লায় পবিত্র কোরাআন অবমাননাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার বিচার 'দ্রুত বিচার ট্রাইবুনাল' এ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
 
আজ শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে। সে ধারায় কোনো অসুবিধা হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে।

নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক প্রমুখ।

এর আগে গত ১৩ অক্টোবর ভোরে শারদীয় দুর্গাপূজার মধ্যে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন রাখায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের