বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

Radio Today News

আগামীকাল থেকে শুরু হবে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

Google News
আগামীকাল থেকে শুরু হবে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে বৈঠকের সময় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আগামীকাল রাত ১২ টা থেকে শুরু অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।  বৈধ অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদক নিয়ন্ত্রণ করতে হলে মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে। এবং সরকার সেই পথেই এগুবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিয়ানমার সীমান্তে সমস্যা আছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের