
গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) সম্প্রতি যে বিবৃতি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, "গণমাধ্যমের স্বচ্ছতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।" তবে, গত এক বছরে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীকার ক্ষুণ্ণ করেছে—এমন অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমের সম্পাদকীয়, পরিচালনা বা ব্যবসায়িক কার্যক্রমে হস্তক্ষেপ করেনি। বরং আগের সরকারের সময় বন্ধ করে দেওয়া কিছু গণমাধ্যমকে পুনরায় প্রকাশনা বা সম্প্রচারের সুযোগ করে দেওয়া হয়েছে, যা মুক্ত গণমাধ্যমের প্রতি সরকারের অঙ্গীকারের স্পষ্ট প্রমাণ।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য প্রধান উপদেষ্টা ও তার সহকারীদের সঙ্গে সরাসরি ও উন্মুক্ত যোগাযোগের সুযোগ রয়েছে। কোনো সাংবাদিককে তার গণমাধ্যমের পরিচয় বা সম্পাদকীয় অবস্থানের কারণে বঞ্চিত করা হয়নি।
সচিবালয়ের অ্যাক্রেডিটেশন ব্যবস্থার সংস্কারের সমালোচনাকে তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আগের পদ্ধতিটি ছিল দুর্নীতিগ্রস্ত এবং নতুন অস্থায়ী পাস ব্যবস্থা প্রকৃত সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করছে। আগের সরকারপন্থি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং দীর্ঘমেয়াদি নতুন কার্ড প্রদানের প্রক্রিয়া চলছে।
সাংবাদিকদের চাকরি হারানো বিষয়ে তিনি ব্লেন, যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, তা সরকারের নির্দেশে নয়, বরং গণমাধ্যম মালিকদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও ব্যবসায়িক সিদ্ধান্তের ফল।
সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার, তবে এটি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোরও যৌথ দায়িত্ব। তিনি জানান, সরকার নতুন ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে।
উপপ্রেস সচিব নোয়াবকে নিজেদের ভেতরে নজর দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, সাংবাদিকদের বেতন বঞ্চনা, শ্রম অধিকার হরণ এবং অসহনীয় কর্মপরিবেশ সৃষ্টির অভিযোগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, "আমরা স্বচ্ছতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই মৌলিক মূল্যবোধ রক্ষায় ও উন্নত করতে আমরা সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।"
রেডিওটুডে নিউজ/আনাম