শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে ৪ নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১০, ২২ আগস্ট ২০২৫

Google News
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে ৪ নির্দেশনা

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা রোধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের চারটি নির্দেশনা দিয়েছে। 

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনা দেওয়া হয়।

এগুলো হলো-

১. এয়ার টিকিটের গায়ে অবশ্যই বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে।
২. ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।

৩. যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।

৪. কোন ট্রাভেল এজেন্সির সাথে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে উক্ত ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের