হাইহ্য নদীর মূলধারায় ১০৩টি মাছের প্রজাতি শনাক্ত

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

Radio Today News

হাইহ্য নদীর মূলধারায় ১০৩টি মাছের প্রজাতি শনাক্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০২, ৬ নভেম্বর ২০২৫

Google News
হাইহ্য নদীর মূলধারায় ১০৩টি মাছের প্রজাতি শনাক্ত

চীনের থিয়েনচিনে হাইহ্য নদীর মূলধারায় মাছের বৈচিত্র্য নিয়ে এক বছরের জরিপ শেষ করেছেন একদল গবেষক। জরিপে ১০৩টি মাছের প্রজাতি পাওয়া গেছে। গবেষকরা নদীর জলজ প্রাণীর একটি শুমারি মানচিত্রও তৈরি করেছেন।

চীনের সাতটি প্রধান নদী ব্যবস্থার একটি হাইহ্য। এটি থিয়েনচিন, বেইজিং ও হবেইসহ আটটি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটি জাহাজ চলাচল, বন্যা নিয়ন্ত্রণ, পানি সরবরাহ ও জলজ প্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ।

থিয়েনচিন নরমাল ইউনিভার্সিটির বন্যপ্রাণী সম্পদ সংরক্ষণ গবেষণা দলটি এ নদীর ১২টি পয়েন্ট পর্যবেক্ষণ করে মাছের বৈচিত্র্য নির্ণয় করেন। দলের নেতৃত্বে থাকা অধ্যাপক চাও তাপেং বলেন, নদীর পানি ও বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাছ। পানির মানের সূচক হিসেবেও কাজ করে এ প্রাণী।

গবেষণায় পরিবেশগত ডিএনএ বা ই-ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে মাছ ধরার প্রয়োজন হয়নি এবং পরিবেশেরও ক্ষতি হয়নি। পানি থেকে মাছের আঁশ ও শরীর থেকে নিঃসৃত ডিএনএ বিশ্লেষণ করে নির্ণয় করা হয়েছে প্রজাতি।

গবেষণায় দেখা যায়, নদীতে সাইপ্রিনিডস পরিবারের সদস্য সবচেয়ে বেশি; এর মধ্যে সিলভার কার্প সবচেয়ে স্থিতিশীল প্রজাতি। ঋতুভেদেও মাছের সংখ্যা পরিবর্তিত হতে দেখা গেছে হাইহ্য নদীতে। শরতে মাছের প্রজাতি থাকে সবচেয়ে বেশি, বসন্তে সবচেয়ে কম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের