দেশে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে সোমবার (১২ জানুয়ারি) আট জেলায় এবং তার আগের দিন রোববার (১১ জানুয়ারি) ১০ জেলায় শৈত্যপ্রবাহের খবর জানিয়েছিলো সংস্থাটি।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার এখানেই তাপমাত্রা ছিরো আট দশমিক চার ডিগ্রি, আর রোববার ছিরো সাত দশমিক তিন ডিগ্রি। টানা ছয় দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।
এদিকে রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ছে। দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের তীব্রতা আগের দিনগুলোর তুলনায় কম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার থেকে সারাদেশে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এই অবস্থা তিন থেকে চার দিন চলতে পারে। এরপর তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

