পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

Radio Today News

পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৩, ১৬ জানুয়ারি ২০২৬

Google News
পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা 

সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন তফসিলের এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হচ্ছে রোববার ১৮ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে ইসি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের