বিপ্লবকে মব বলে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এর পেছনে অন্যকোনো স্বার্থ আছে নাকি সেটাও দেখতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন নিয়ে সেন্টার ফর গভার্ননেন্স স্টাডিজের আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শুধু বিচারক নয়, ভালো বিচারক বৃদ্ধি করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার সূযোগ নিয়ে বিগত সময়ে অনেক বিচারক নিজেদের রাজনীতিবিদ মনে করতেন।
একই অনুষ্ঠানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মবকে আড়াল করা হয়েছিল মব দেশকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকেও খেয়ে ফেলছে। মামলার যে জট রয়েছে তার জন্য বিচারক বৃদ্ধি করতে হবে।
ব্যারিস্টার নুসরাত খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে। বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতায় হস্তক্ষেপ না করা উচিত রাজনৈতিক দলগুলোর।
রেডিওটুডে নিউজ/আনাম

