যৌন হয়রানি, মানহানি ও আইনি লড়াই : হলিউডে টানাপোড়েন

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

Radio Today News

যৌন হয়রানি, মানহানি ও আইনি লড়াই : হলিউডে টানাপোড়েন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

Google News
যৌন হয়রানি, মানহানি ও আইনি লড়াই : হলিউডে টানাপোড়েন

২০২৪ সালের রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’ শুধু প্রেক্ষাগৃহে নয়, আদালতের কক্ষে ও গসিপে তোলপাড় সৃষ্টি করেছে। ছবির প্রধান দুই তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালদোনি একে অপরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানহানির অভিযোগে জড়িয়ে পড়েন। 

শুটিং চলাকালীন লাইভলি অভিযোগ করেন, বালদোনি এবং তাঁর ব্যবস্থাপনা–বিশেষজ্ঞ তাঁকে শত্রুতাপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য করেছেন।আগস্ট ২০২৪: ছবির প্রচারণা শুরুতেই দ্বন্দ্বের আভাস মিলেছে।

লাইভলি সহশিল্পী ব্র্যান্ডন স্কলেনার ও লেখিকা কলিন হুভারের সঙ্গে উপস্থিত থাকলেও বালদোনি একক সাক্ষাৎকারে পারিবারিক নির্যাতনের বিষয়গুলো বারবার তুলে ধরেন। অনলাইনে দুই পক্ষের ভিন্ন আচরণ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়।

ডিসেম্বর ২০২৪: ৩১ ডিসেম্বর লাইভলি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, শুটিং সেটে অশালীন মন্তব্য, পর্নোগ্রাফি নিয়ে আলোচনা এবং তাঁর উপস্থিতিতে অশ্লীল ভিডিও দেখানো হয়েছে।এছাড়া জনসংযোগ টিমের নেতৃত্বে একটি পরিকল্পিত চরিত্রহনন অভিযান চালানো হয়েছে।

জানুয়ারি ২০২৫: বালদোনি পাল্টা মামলা দায়ের করেন, ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে লাইভলি ও তাঁর স্বামী রায়ান রেনল্ডসকে অভিযুক্ত করেন। 

তিনি যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি কোনো আচরণগত অপরাধ নয়, বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত।”জুন ২০২৫: এক ফেডারেল বিচারক বালদোনির মানহানির অভিযোগ খারিজ করেন।আদালতের মতে প্রমাণের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ হয়নি। যদিও মামলার পরিসর সীমিত হয়, জনমত আগ্রহ হারায়নি।

মে ২০২৫: সুপারস্টার টেইলর সুইফটকে সাক্ষী হিসেবে সমন পাঠানো হয়। পরে সমন প্রত্যাহার করা হলেও আদালতের নথিতে তাঁর নাম থেকে যায়। লাইভলি স্পষ্ট করেন, “সুইফটের সরাসরি জড়িত থাকার কোনো প্রয়োজন ছিল না।

আগস্ট-সেপ্টেম্বর ২০২৫: আইনি লড়াই দীর্ঘ হওয়ায় ব্যক্তিগত সম্পর্কেও ফাটল দেখা দেয়। লাইভলি সম্পর্ক ভেঙে পড়ার সঙ্গে তুলনা করেন, সুইফটের ঘনিষ্ঠ মহলে স্বস্তি প্রকাশ।

জানুয়ারি ২০২৬: আদালতের নথিতে লাইভলি ও সুইফটের বার্তালাপ প্রকাশ্যে আসে। একটি বার্তায় সুইফট বালদোনির পিআর কৌশলকে কটূ ভাষায় উল্লেখ করেন। লাইভলি নিজেকে ‘খারাপ বন্ধু’ বলে দায় স্বীকার করেন এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লাইভলির যৌন হয়রানির মামলা ২০২৬ সালের মে মাসে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। এই মামলাটি শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং হলিউডে ক্ষমতা, সেলিব্রিটি প্রভাব ও আইনি জটিলতার সংমিশ্রণকে ফুটিয়ে তুলেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের