শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে: প্রধানমন্ত্রী

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৭, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:১৪, ২৩ জানুয়ারি ২০২২

Google News
গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৩ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে 'পুলিশ সপ্তাহ ২০২২' এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ' আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।' 

এসময় পুলিশের জন্য বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশে এবং বিদেশে দক্ষতার পরিচয় দিয়ে সুনাম অর্জন এবং করোনা মহামারির সময় বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোয় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সরকারপ্রধান আরও বলেন, এক দিকে অর্থনৈতিক মন্দা তার ওপর বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব, তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের