
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন বলে একটি গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এসব অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন।
আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফেরে ফেলছে। আমি নাকি মরে গেছি এমন নিউজ হয়েছে! কি পরিমাণ গুজব অপপ্রচার।’
তিনি বলেন, ‘এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও গুজব অপপ্রচার করা হয়। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, জবাব দিতে হবে। আপনারা পড়াশোনা করবেন, খরব দেখবেন, পত্রিকা পড়বেন। কারণ যে গুজব অপপ্রচার হচ্ছে এর বিরুদ্ধে সর্তক থাকতে হবে।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের পড়াশোনার তাগিদ দিয়ে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বিভিন্ন কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এখন থেকে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। শীতবস্ত্র থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও আছে দলের। প্রতিটা সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যন্ত কর্মসূচি রাখতে হব। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে না থাকলে বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করে জনগণের জানমাল ক্ষতি করবে, গণপরিবহন আগুনে পড়াবে, মানুষ হত্যা করবে, গাছ কেটে ফেলবে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।’
যেসব জেলার সম্মেলন হয়ে গেছে সেখানে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক জেলার সম্মেলন হয়েছে, এখনও কমিটি হয়নি। পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। অনেক নেতাকর্মীরা আছে যাদের কোনো পদে নেই। সামনে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে, তাই কমিটি না থাকলে কি বলে পরিচয় দেবে তারা?’
রেডিওটুডে নিউজ/এসবি