আমির হোসন আমুকে নির্বাচন কমিশনে তলব

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

আমির হোসন আমুকে নির্বাচন কমিশনে তলব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৪, ৯ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:১৮, ৯ ডিসেম্বর ২০২৩

Google News
আমির হোসন আমুকে নির্বাচন কমিশনে তলব

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে পাঠানো এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর ঝালকাঠিতে এক অনুষ্ঠানে বক্তারা আমুর পক্ষে ভোট চেয়েছিলেন। ঝালকাঠি মুক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালাতে পারবে না। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

এর আগে গত ৩০ নভেম্বর সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দেন আমু। ওইদিন বেলা ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের