শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

আদালত অবমাননার অভিযোগ

বিএনপির সাত আইনজীবীর বিষয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ

প্রকাশিত: ১২:১৩, ১২ জুন ২০২৪

Google News
বিএনপির সাত আইনজীবীর বিষয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ

আদালত অবমাননার অভিযোগের বিষয়ে বিএনপিপন্থী সাত আইনজীবীর পক্ষে মৌখিক বক্তব্য উপস্থাপনের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘এগুলো তো হৃদয়ের কথা বললেন। এটা’ই লিখিতভাবে দেন।’

আজ বুধবার সকালে আদালত অবমাননার বিষয়টি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে সাত আইনজীবীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘সাত আইনজীবীর মধ্যে একজন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। অন্যরা এখানে উপস্থিত আছেন। তাঁরা সবাই আদালতের সম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। এছাড়া আইনজীবী (বার) ও আদালতের মধ্যে খারাপ সম্পর্ক হোক তা আমরা চাইনা। কারণ, দিন শেষে আমরা এই আদালতে এসেই দাড়াই। তাই আদালতের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

এসময় প্রধান বিচারপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে উদ্দেশ্য করে বলেন, ‘যে কথাগুলো বললেন তা তো আপনাদের হৃদয়ের কথা। কিন্তু আদালত অবমাননার অভিযোগের বিষয়ে কি কোনো লিখিত জবাব দিয়েছেন?’ তখন জয়নুল আবেদীন বলেন, লিখিতভাবে দেওয়া হয়নি।’ তখন প্রধান বিচারপতি রবীন্দ্রনাথের গানের লাইন ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল….’ উদ্ধৃত করে বলেন, ‘আপনারা আপনাদের হৃদয়ের কথা যা বললেন, তাই লিখিত আকারে দেন। তখন আমরা বিষয়টি দেখব।’

একপর্যায়ে আপিল বিভাগ বিএনপিপন্থী আইনজীবীদের এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে আদেশের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন।

আপিল বিভাগের দু’জন বিচারপতি সম্পর্কে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে এর আগে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন সর্বোচ্চ আদালত। তারা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল (বর্তমান প্রয়াত) এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা গত বছরের ২৯ আগস্ট বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের