মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৫ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৫ ফাল্গুন ১৪৩১

Radio Today News

গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে কোনো যৌক্তিক দাবিই পূরণ হবে না: খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৯, ১৩ জুলাই ২০২৪

Google News
গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে কোনো যৌক্তিক দাবিই পূরণ হবে না: খসরু

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে কোনো যৌক্তিক দাবিই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ জুলাই) বিকেলে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিন যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বৈঠক হয় গণধিকার পরিষদের নেতাদের সঙ্গে।

আমীর খসরু জানান, দেশের চাকরির বাজারে দখলদারিত্ব রাখতেই কোটা ব্যবস্থা চালু রাখা হয়েছে। বলেন, খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতির প্রতিবাদ, গণতন্ত্র রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রতিফলিত হবে সামনের দিনের আন্দোলনে।

বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলন থেমে যায়নি। আরও প্রস্তুতি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে জোরালো কর্মসূচি দেয়া হবে। বিএনপি বড় দল হিসেবে সরকার পতনের আন্দোলন সমন্বয় করছে বলে জানান তিনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের