বৃহস্পতিবার,

১৯ জুন ২০২৫,

৬ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ জুন ২০২৫,

৬ আষাঢ় ১৪৩২

Radio Today News

৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য তিনি নিজেই দায়ী: কাদের সিদ্দিকী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৫, ৩০ অক্টোবর ২০২৪

Google News
৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য তিনি নিজেই দায়ী: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য তিনি নিজেই দায়ী। তার মতে, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, দেশের মানুষই তার পতন ঘটিয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিউজ টোয়েন্টিফোরকে এসব কথা জানিয়েছেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করেনি। সেটার ফল এখন আওয়ামী লীগ ভোগ করছে। বর্তমান আওয়ামী লীগের পরিস্থিতির জন্য আমার কষ্ট হয় না, আমার কষ্ট হয় বঙ্গবন্ধুর জন্য, কষ্ট হয় ৭১-এর জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক নয়। যারা শেখ হাসিনা আর বঙ্গবন্ধুকে এক করে ফেলে তারা বোকার স্বর্গে বাস করছে।

কাদের সিদ্দিকী বলেন, দেশের জনগণ যা চায়, এর বাইরে কিছু হয় না। যারা ৭১-এ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল তারা টিকতে পারেনি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া সেই দলও ২০২৪ সালে এসে জনগণের রায়ের কাছে টিকতে পারেনি।

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে বঙ্গবীর বলেন, জনগণ না চাইলে কোনো দলকেই নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করার পরও তারা আবার জেগে উঠেছে। তেমনি চাইলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের