শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ফ্যাসিস্টমুক্ত হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও ঘোলাটে: মির্জা আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪৪, ৩ নভেম্বর ২০২৪

Google News
ফ্যাসিস্টমুক্ত হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও ঘোলাটে: মির্জা আব্বাস

ফ্যাসিস্টমুক্ত হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও ঘোলাটে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে পারি এই নির্বাচন তারা খুব তাড়াতাড়ি দেবেন না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন দেবেন না।

রোববার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় রাখা বক্তব্যে এসব বলেন তিনি। এসময় মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সরকার নির্বাচন দেবে না।

বিএনপির এই নেতা বলেন, আমি এই সরকারের কাজে কর্মে এটা বুঝতে পারছি। সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছেন একটু খেয়াল করে দেখবেন তারা কারা?

তিনি বলেন, আমাদের বহু নেতাকর্মী অসুস্থ অবস্থায়ও দেশের বাইরে যেতে পারেনি। আমাদের নেত্রী খালেদা জিয়ারও যে চিকিৎসাটা পাবার কথা ছিলো সেটা পাননি। আমরা নিজেরাও যথাসময়ে চিকিৎসা নিতে দেশের বাহিরে যেতে পারিনি।

মির্জা আব্বাস বলেন, যদিও আজকে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ঘোলাটে। আমার কাছে ভাল লাগছে না। আমরা বুঝতে পারছি না, হাসিনা চলে গেলেও তার দোসররা তো সব রয়ে গেলো। সব জায়গায় পাকাপোক্ত হয়ে বসে গেছে।

এসময় তিনি আরও বলেন, একজন বিশেষ ব্যক্তি আছেন, তিনি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবেন। ড. ইউনুস যদি যথাযথ পদক্ষেপ না নেন তাহলে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।

প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা কে আবিষ্কার করলো? আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়ে গেছি, কিন্তু এটা দ্বিতীয় স্বাধীনতা হলো কি করে এটা বুঝে আসে না। আমরা দেশ স্বাধীন করেছি, অনেক বার বার পালিয়ে যাবার সুযোগ পেয়েছি কিন্তু দেশ ছেড়ে যাইনি। যদি কথা বলার থাকে আমরা বলবো, তোমরা কারা?

মির্জা আব্বাস বলেন, মেয়র সাদের হোসেন খোকার সঙ্গে আমার কোনো বিরোধ ছিলো না। খোকা যখন আমেরিকায় যায় তখন স্বৈরশাসকের দেশ থেকে একটা স্বাধীন দেশে গিয়েছিলো কিন্তু দুঃখ হলো সে নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের