 
				
					স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, আগামী সপ্তাহে ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আসিফ মাহমুদের ভর্তির অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
































 
				 
				 
				 
				 
				 
				 
				