
গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে এমন আশঙ্কার কথা জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।
বিগত দিনের ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে বিএনপির এত মানুষ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটি যদি বর্তমান সরকার বুঝতে না পারে তাহলে বুঝতে হবে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না।
রেডিওটুডে নিউজ/আনাম