জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলছেন, জনগণ সংস্কার বোঝে না, গণভোট বোঝে না; এসব বাজে কথা। জনগণ এখন রাজনৈতিক সচেতন। যারা সংস্কার পাশ কাটিয়ে যাবেন, তারা পার পাবেন না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, এমপিদের হাত পা বাঁধা বর্তমান সংবিধানে। তারা দলের বাইরে কথা বলতে পারে না। কৃষকদের বিরুদ্ধে কোনো আইন হলে বর্তমান সংবিধান অনুযায়ী এমপিরা দলের বাইরে ভেটো দিত পারে না। বর্তমান সংবিধানে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা খুবই দুর্বল।
রেডিওটুডে নিউজ/আনাম

