দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জামায়াত আমির ডা. শফিকুর রহমা

দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩১, ২৪ নভেম্বর ২০২৫

Google News
দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না

সমাজের ফায়সালা মসজিদের মিম্বর থেকে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন; সেদিন সত্যিকারের মুক্তি মিলবে। 

রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আমাদের ইমাম এবং খতিব সাহেবেরা কারও করুণার পাত্র হবেন; এটা আমরা দেখতে চাই না। খতিব-ইমামদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এ দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।’

তিনি বলেন, মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি সমাজেরও ইমাম হবেন। তখনই সত্যিকারের মুক্তি আসবে। এদেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরে আসবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। নবীজীর দেখানো পথে ফিরে যেতে হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের