রবিবার লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

রবিবার লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০০, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:০২, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
রবিবার লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

বিমানের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। তাকে বহনের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার (৫ ডিসেম্বর) নির্ধারিত সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।’

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুক্রবার সকালে মহাসচিব গণমাধ্যমকে জানান, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকালে ১০টায় ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘এখান থেকে উনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের